• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

টঙ্গীবাড়িতে নিরাপদ খাদ্যের অভিযান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

আনিসুর রহমান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মাঝে ভেজাল বিরোধী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অদ্য রোজ শনিবার সকাল ১০ ঘটিকার বেশ কয়েকটি দুধের পাত্র থেকে দুধের নমুনা সংরক্ষণ করে পরীক্ষার মাধ্যমে দুধের মধ্যে পানি মিশানো হয়েছে কিনা তা নিশ্চিত করেন টঙ্গীবাড়ী উপজেলার বাংলাদেশ নিরাপদ খাদ্যের সেনেটারী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।

অভিযান পরিচালনা শেষে আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মামুন জনসাধারণের উদ্দেশ্যে বলেন আমরা নিজেকে নিজে সচেতন করি খাদ্যর মধ্যে ভেজাল না মিলাই। নিজে নিজে সচেতন হই । আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় আমাদের পক্ষে প্রতিদিন অভিযান পরিচালনা করা সম্ভব না।

অভিযান পরিচালনার সময় লোকমুখে একজন দুষ্কাতকারী দুধের পরীক্ষা চলছে এ সংবাদের ভিত্তিতে চাষিরী গ্রামের জিয়াউল হক তার গরুর সবটুকু দুধ রাস্তায় ফেলে বাজার থেকে পালিয়ে যায়। অভিযান পরিচালনার সময় তার সাথে উপস্থিত ছিলেন মো: সাদরুল হাসান মুন্সী নমুনা সংগ্রহ সহকারী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মুন্সিগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ