• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত ইসরাইলি হামলায়

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি - সংগৃহীত

অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলের বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছেন হামাসের একজন কর্মকর্তা।

স্থানীয়রা বলেছেন, বিমান হামলায় দলটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল ও তার স্ত্রী উভয়ই নিহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসে তার তাঁবুতে ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন।

এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে মঙ্গলবার হামাসকে দোষারোপ করে ইসরাইলি সেনাবাহিনী গাজায় পুনরায় হামলা শুরু করে। এতে একদিনে ইসরাইলের হামলায় চার শতাধিকেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

তবে হামাস ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে। তারা ইসরাইলকে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে।

এদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলের দক্ষিণে হামলা করে। এতে ১২০০ নিহত হন এবং ২৫১ জনকে পণবন্দী করে। এরপরই ইসরাইল গাজায় ১৫ মাসব্যাপী গণহত্যা চালায়। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তখন থেকে গাজায় ৪৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ