• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মানুষ স্বাধীনতার সুফল ৫৩ বছরেও ভোগ করতে পারেনি: তারেক রহমান মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন ঈদের নির্দিষ্ট তারিখ ফেসবুক পোস্টে যা বললেন তামিম সরকার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল মার্কিন সাহায্য কমিয়ে দেওয়ায় মৃত্যু হতে পারে বহু মানুষের বার্ড ফ্লু মহামারী ডেকে আনতে পারে , বিজ্ঞানীদের সতর্কবার্তা দিল্লির জবাবের অপেক্ষায় প্রস্তুত রয়েছে ঢাকা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রুগী। সুযোগ এসেছে দেশ গড়ার, এটা হারাতে চাই না : প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের নির্যাতন করেছি সহ্য করেছি কিন্তু ছেড়ে পালাইনি: সালাউদ্দিন টুকু

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহীত

নির্বাচন না দিলে কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন টুকু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন না দিলে নির্বাচন কীভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। তাই অতিদ্রুত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, বলে দিলাম।

তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে, তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি।

বিএনপির প্রচার সম্পাদক আরও বলেন, আগস্টের আন্দোলনের রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি, অতিদ্রুত নির্বাচন দিন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই, তাই নির্বাচনের বিকল্প নেই।

ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ