• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

মোংলায় স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ

আপডেটঃ : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
মোংলায় পারিবারিক কলহের জের ধরে লাইজু বেগম (২২) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী মহিউদ্দিন মৃধা (২৮)। শুক্রবার ভোরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকর খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে নিহত গৃহবধুর মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনার পর নিহত গৃহবধুকে হত্যাকারী স্বামী মহিউদ্দিন মৃধাসহ তার পরিবারের সবাই আতœগোপনে/পলাতক রয়েছে। পুলিশ বলছে হত্যাকান্ডে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। পুলিশ আরও জানায়, প্রাথমিক সুরতহাল তদন্তে গৃহবধু লাইজুর গলায় ও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে পুরো ঘটনার বিষয় নিশ্চিত হওয়া যাবে। মোংলা থানার এসআই ওয়াহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে গৃহবধু লাইজুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত লাইজুর ৩ বছরের সাংসারিক জীবনে প্রায়ই স্বামীর সাথে কহল লেগে থাকতো বলে তার পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। গৃহবধু লাইজুর মাহিয়া নামে আড়াই বছরের একটি সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ