• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না: ডিএমপি 

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ফাইল ছবি

মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদারে ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হচ্ছে।

তিনি বলেন, মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয়, এমন বাঁশি বাজানো যাবে না।

এছাড়া, নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ