• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী সেই যুবককে আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের সড়কে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী সেই যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আশরাফুল (২৩)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

আটককৃত যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

আটক আশরাফুলকে ধানমন্ডি থানা যুবদলের কার্যক্রমে দেখা যায়
মাসুদ আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ভিডিওটি দেখে সেই যুবককে শনাক্ত করে অবশেষে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যা থেকে ট্রাফিক পুলিশের একটি গ্রুপে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাতে কারের মালিক ছেলেটির সাথে কথা বলছেন এবং তাকে চাঁদা দিচ্ছেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই তাকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ