• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা মানছে না জেলেরা ১৫ কোটি টাকার কাঁকড়া ও রেণু পোনা উদ্ধার

আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি॥
সুন্দরবন থেকে সকল প্রকার রেণু পোনা,সাদা মাছ এবং প্রজনন মৌসুমের শিলা কাঁকড়া আহরণ-বিপনন বন্ধো, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের নিষেধাজ্ঞা থাকার পর তা মানছেনা জেলেরা । অবৈধ ভাবে আহরণকৃত ১৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান কাঁকড়া উদ্ধার  করেছে কোসটগার্ড। উদ্ধারকৃত কাঁকড়া ও মাছের পোনা সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ছেড়ে দেয়া হয়েছে। সুন্দরবনে অবৈধ্য ভাবে কাঁকড়া ও মাছের পোনা আহরণকারী ৮৩ জেলেকে এ ধরণের কার্যকলাপ থেকে পরবর্তীতে বিরত থাকার মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার এম এইচ আই সিদ্দিক জানান, রপ্তানী পন্য শিলা কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনে সব ধরনের কাঁকড়া ও মাছের রেনু পোনা আহরনে নিষেধাজ্ঞা থাকার পরও অসাধু জেলেরা বনের বিভিন্নস্থান থেকে কাঁকড়া ও মাছের পোনা আহরণ করে আসছে। বেআইনি এই তৎপরতা বন্ধে কোস্টগার্ড সদস্যরা গত এক সপ্তাহ ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২শ’ ৫০ কেজি কাঁকড়া, ১ লাখ ৭০ হাজার ফাইসা সাদা মাছের পোনা,  ১ লাখ বাগদা পোনা, ৫শ টি কাঁকড়া ধরার ফাঁদ ও ২৩টি কাঠের নৌকা আটক করতে সক্ষম হয়েছে কেস্টগার্ড সদস্যরা। আটককৃত কাঁকড়া ও মাছের রেনু পোনার মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ