টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সরকারি সুবিধার প্রদানের দাবীতে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করেছে। রবিবার দুপুরে পৌরসভার সকল কার্যক্রম থেকে বিরত থেকে এই কর্মসূচীর ঘোষণা দেয়া হয়। দাবী আদায়ের জন্য আগামী ৩০ জানুয়ারী কর্মবিরতি পালন করবে তারা।
এসময় বক্তব্য রাখেন, ভূঞাপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান, টাঙ্গাইল জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, ভূঞাপুর পৌরসভার প্রধান সহকারি আব্দুল আজিজ প্রমুখ।