বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমূখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। আদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে ফকিরহাট ফিডার রোর্ড থেকে মহাসড়কের ওঠার সময় বাগেরহাট-মাওয়া মহাসড়কের উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেটকারে চালক যাত্রী বেল্লাল (৩৬) ও মোঃ মালেক (৩৮)নামে দুইজন নিহত হয়। নিহত বেল্লাল হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে একই এলাকার অপর নিহতের পিতার নাম জানা যায়নি। হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এই এই প্রতিনিধি কে বলেন, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল ও মো, মালেক নামে এই দুই জন নিহত ও তিনজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকারের যাত্রীরা শনিবার রাতে টেকেরহাটে যাত্রাগান উপভোগ করেন। সেখান থেকে মাগুরায় ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন বলে আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।