• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

পাম্পে জড়িয়ে শ্রমিক নিহত

আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠে অবস্থিত ‘মেসার্স হাওয়া’ ইটভাটার বাতাস দেয়া পাম্পে চাদর জড়িয়ে ও পুড়ে আলম আলী (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের লক্ষীপুর হাজীপাড়া গ্রামের মৃত.জহর আলীর ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে পাঠাায়। এঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া বাদী হয়ে ইটভাটার চার মালিকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে সদর থানায় ৩০৪(ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের লাশ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ