উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের খলিসাগাড়ী বিলে রাস্তার সমস্যা রেখেই নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। একের পর এক পাকা বহুতলা ভবন গড়া হচ্ছে। তবে এখানে নাগরিক সুবিধায় উন্নয়নের কিছুই হয়নি। এখানকার বসতিদের দূর্ভোগ-দূর্দশা কাটছে না। বাঁশের সাকোয় পারাপার হতে হচ্ছে। রাতের বেলায় ভুতুরে অবস্থায় থাকছে। পৌরসভার নতুন এ শহর ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনায় করছে বলে জানানো হয়।
উল্লাপাড়া পৌর শহরের মুল সদরে খলিসাগাড়ী বিল এলাকায় এরই মধ্যে বহু সংখ্যক বসতি হয়েছে। এরা আধাপাকা ও পাকা বহুতল ভবন গড়ছে। গোটা বিল এলাকা এখানে সেখানে কমপক্ষে ৫০টি আবাসিক বসতবাড়ি নির্মান হয়েছে। এ বিলের মাঝ বরাবরে নগরবাড়ী বাইপাস মহাসড়ক বয়ে গেছে। পৌরসভা থেকে মহাসড়কের ধারে খলিসাগাড়ী বিল এলাকায় প্রায় পোনে তিন কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মান, ব্যক্তি উদ্যোগে তেল পাম্প সহ আরো কয়টি বড় ধরনের বানিজ্যিক প্রতিষ্ঠান গড়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বহুতল ভবনের নির্মান কাজ চলছে। সরকারী আকবর আলী কলেজের পশ্চিম ও উত্তর প্রান্তে সব চেয়ে বেশি সংখ্যক বসতি হয়েছে। এ বিল এলাকায় সরকারি কোন সড়ক পথ নেই। এখানকার বসতিদের অনেকই নিজের মধ্যে সমঝোতা করে সরড়কের জায়গা রেখে ভবন নির্মান করছে। অপরদিকে সড়কের জায়গা না থাকায় অকে বসতিকে বাঁশের সাকোয় সারা বছর পাড়াপাড় হতে হচ্ছে। কারণ এ বিলে বছর জুড়ে পানি জমে থাকে। উল্লাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ খলিসাগাড়ী বিল এলাকা নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করছে বলে জানানো হয়।এ্র মধ্যে সড়ক নির্মানে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। পৌর বাসটার্মিনাল থেকে পুরাতন বাসষ্ট্যান্ড অবধি বড় ধরনের সড়ক নির্মান ও টার্মিনাল এলাকায় পানি সরবরাহ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, এরই মধ্যে বিল এলাকা ঘিরে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। সেখানে সড়ক নির্মান, সড়ক পথে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সহ নাগরিক সুবিধায় বসতিদের জন্য সবই করা হবে। এখানকার বসতিরা পরিকল্পনা করে ভবন নির্মান করলে অপরিকল্পিত নাগরায়নের অপবাদ থেকে রেহাই পাওয়া যাবে। এছাড়াও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বসতিদেরকে আন্তরিক ভাবে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করার দরকার রয়েছে।