এস কে কামরুল হাসান সাতক্ষীরা॥
সাতক্ষীরা কলারোয়া থানার জয়নগর এলাকার স্বপন বাহিনীর অত্যাচারে অসহায় হয়ে পড়েছে এক পরিবার। শ্রী নন্দ দুলাল বসু তার জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে কলারোয়া থানায় সাধারন ডায়েরী করেন। উলেখ্য ডায়েরীতে কলারোয়া ধানদিয়া জয়নগর এলাকার ভূমি দস্যু স্বপন কুমার সাহা, জয়দেব কুমার সাহা পিতা মৃত কেনারাম সাহা।রাম চন্দ্র সাহা পিতা মৃত নারায়ন চন্দ্র সাহা, তাদের বিরুদ্ধে শ্রী নন্দ দুলাল বসুর জমি জবর দখল করা ও প্রান নাশের প্রকাশ্য হুমকি দিয়েছে বলে জানা গেছে।তথ্য অনুসন্ধানে জানা যায়, মৃত বিজন মোহনের পুত্র হত দরিদ্র দিনমুজুর নন্দ দুলাল বসু কে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। ভূমি দস্যু স্বপন বাহিনি জাল দলিল করে দির্ঘ দিন ধরে নিরিহ নন্দ দুলালের পরিবারের সাথে জমি জবর দখলের পায়তারা করছে। নন্দ দুলাল তার অভিযোগে উল্লেখ করেন আমি দির্ঘ ৬১ বছর যাবৎ এনিমি সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছি। যা আমার সাব রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রি কৃত দলিল আছে। কিন্তু ভূমি দস্যু স্বপন বাহিনী ভূয়া কাগজ পত্র তৈরী করে আমার দখল কৃত সম্পত্তি গায়ের জোরে দখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। স্বপন বাহিনী কয়েক বার আমাকে সহ আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। তারা যে কোন মূল্যে আমাদের বিপর্ণ করে জমি দখল করবে বলে হুমকি দিয়ে আসিতেছে। বর্তমানে আমারা প্রান ভয়ে জীবন যাপন করছি। আমরা ব্যাপক নিরাপত্তা হীনতায় ভূগছি। প্রান ভয়ের কারনে,আমি স্বপন বাহিনীর নামে কলারোয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছি যার নং-১২৭৯, তারিখ: ২৯/০১/২০১৮ খ্রি.। এব্যাপারে মৃত কেনারাম সাহার পুত্র স্বপন সাহার কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।