• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

যমুনা সার কারখানার অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ ঘোষণা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ করেছে কর্তৃপক্ষ। সরকার সেচ মওসুমে গ্যাস সংযোগ বন্ধ রাখায় বুধবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানায় উৎপাদন বন্ধ করা হয়।
কারখানা সুত্র জানায়, শুরু থেকেই তিতাস ট্রান্সমিশন কোং যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে আসছে। চলতি সেচ মওসুমে দেশের বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে সরকার এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে পেট্রোবাংলা তিতাস ট্রান্সমিশন কোম্পানিকে এ সিদ্ধান্ত জানিয়ে ৩০ জানুয়ারি চিঠি দেয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আ ন ম শরিফুল আলম জানান, তিতাস বিষয়টি যমুনা সার কারখানাকে জানালে বুধবার রাত ১২টা থেকে সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কবে উৎপাদন শুরু হবে তা তিনি বলতে পারেননি।
অপর দিকে যমুনা সার কারখানা বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় সচেতন নাগরিক সমাজের আহবায়ক ও ট্রাক, ট্যাংকলড়ি শ্রমিক সমিতির সভাপতি মো: আব্দুল মোতালেবের সভাপতিত্তে বক্তব্য রাখেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মাও: নুরুল ইসলাম, ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সিবিএ শ্রমিক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাহান আলী, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ