• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে ইসির আবেদন

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানান ইসির আইনজীবী তৌহিদুল ইসলাম।
এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেনো ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।
ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেন ঢাকা উত্তরের বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ভোটের জন্য দিন নির্ধারিত ছিল। হাইকোর্টের আদেশের পর নির্বাচন সংক্রান্ত সব কাযক্রম স্থগিত করা হয়।বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ