• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

চিতলমারীতে প্রভাবশালীদের হামলায় হিন্দু পরিবারের মহিলাসহ আহত-৩

আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে প্রভাবশালীদের হামলায় এক হিন্দু পরিবারের মহিলাসহ তিন জন আহত হয়েছেন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ শ্যামলী সরকার বাদি হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনী গ্রামের জ্যোতিষ চন্দ্র শীলের সাথে পার্শ্ববর্তী মৃত ইঙ্গুল শেখের পুত্র চান মিয়া শেখ সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার দিকে চান মিয়া শেখের নের্তৃত্বে ৪-৫ জন লোক অতর্কিত জ্যোতিষ শীলের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে তার বাম হাত ভেঙে দেয়। এ সময় তাকে ঠেকাতে গিয়ে জ্যোতিষ শীলের স্ত্রী শ্যামলী সরকার ও মা দিপালী শীলও হামলার শিকার হন।
এলাকাবাসি আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে জ্যোতিষকে খুলনা মেডিকেল কলেজ হালপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় জ্যোতিষের স্ত্রী শ্যামলী সরকার বাদী হয়ে ২ ফেব্রুয়ারী চিতলমারী থানায় একটি মামলা দায়ের (নং- ০৩) করেছেন।
রোববার দুপুরে শ্যামলী সরকার স্থানীয় সাংবাদিকদের কান্নাজড়িতকণ্ঠে জানান, থানায় মামলা দায়েরের পরও আসামী গ্রেফতার না হওয়ায় তারা গোটা পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ টিপু সুলতান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ