রংপুর অফিস॥
রংপুর নগরীর বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ মিলনায়তনে রোববার আয়োজিত বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) এর শস্য নিবিড়তা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহা-পরিচালক বিনা ময়মনসিংহ ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সি এস ও উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড. মোঃ আব্দুল মালেক, সি এসও উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড. মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর ড. মোঃ সরওয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক গবেষনা বিনা ময়মনসিংহ ড. হোসনে আরা বেগম। বক্তারা আধনিক প্রযুক্তিতে শস্য বৃদ্ধিতে যে, সমস্ত কলা কৌশল গ্রহন করেছেন তা কৃষকদের প্রশিক্ষণ দেন। এতে করে কৃষক ও কৃষিপন্য অধিক উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন। এ কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে মোট ৬৫ জন কৃষক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। ধান পাট আলু বাদাম শরিষা ডাল ভুট্রাসহ বিভিন্ন রকম ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের বিনা ১৪ উন্নত মানের ধান বীজ বিতারণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিনা উপকেন্দ্র রংপুুরের বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিরুল ইসলাম।