টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুুরে বহুল আলোচিত প্রাচীন শিয়ালকোল হাটে দীর্ঘ দিন পরে হলেও ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রতিদিনের জন্য সকাল বেলা কাঁচা বাজারের উদ্বোধন করা হয়েছে। শিয়ালকোল হাট বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত কাঁচা বাজার উদ্বোধন করেন পৌর সভার ৯ নং ওয়ার্ডের কমিশনার ও বাজার পরিচালনা কমিটির সভাপতি খন্দকার জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন শিয়ালকোল হাট বাজার বণিক সমিতির উপদেষ্ঠা মো: জয়নাল আবেদীন তালুকদার (বীরমুক্তিযোদ্ধা), আব্দুল আলীম ভূইয়া সুভাস, লালমাহমুদ খান, সভাপতি রকিবুল হোসেন তালুকদার তুলা (বীরমুক্তিযোদ্ধা), সাধারন সম্পাদক সাংবাদিক মো: ইব্রাহীম ভূইয়া, যুগ্ন সম্পাদক কবির হোসেন আকন্দ, ঠান্ডু ভূইয়া, হাফিজুুর রহমান তালুকদার, কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, বোরহান ্উদ্দীন তালুকদার, আব্দুল গফুর ও কোষাধক্ষ ফজল হোসেন প্রমূখ। দোয়া পরিচালনার মাধ্যমে কাঁচা বাজারে ক্রয় বিক্রয় শুরু করা হয়। দোয়া পরিচালনা করেন বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার মুদাররিস মাওলানা আব্দুল বারী তালুকদার। বাজার উদ্বোধন কালে ক্রেতাদের হাতে ৩ শতাধিক বাজার ব্যাগ দেওয়া হয় ।প্রথম দিনের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতাদের সমাগম দেখা যায়।