• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন

আমিও এক সময় সাংবাদিক ছিলাম: প্রধান বিচারপতি

আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের পর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা তাকে প্রতিদিনই জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছা। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এল.আর.এফ) নেতৃবৃন্দ ও সদস্যরা।
সাংবাদিকদের কাছে পেয়ে সদা হাস্যেজ্জ্বল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমিও তো এক সময় সাংবাদিক ছিলাম।” শুভেচ্ছা জানানোর এক পর্যায়ে নারী সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি বলেন, “সাংবাদিকতায় নারীরাও এগিয়ে যাচ্ছে, এটা ভালো দিক।” এ সময় ফোরামের সভাপতি আশুতোষ সরকার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সাংবাদিকরা যাতে সহজে তথ্য পেতে পারেন সেজন্য প্রধান বিচারপতির সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতির খাসকামরায় এ শুভেচ্ছা বিনিময় হয়। প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদ এ আদালত প্রতিবেদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ