• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বিএনপি-জামায়াত-শিবিরের ১৪জনসহ গ্রেফতার ৮৬

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারী দূর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে, পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের ১৪জনসহ ৮৬জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের কন্ট্রোল রুম থেকে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে  বুধবার ভোর পর্যন্ত রংপুর পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামাত শিবিরের ১৪জন নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার পলাতক ও দাগী আসামি ৮৬জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, বিএনপি ও জামাত শিবিরের ১৪ জনের মধ্যে বড়খালি ইউপি জামাতের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বদরগঞ্জের জামাতের সম্পাদক আব্দুল আল মহাদ্দেশ, তারাগঞ্জের হাড়িয়ালকুঠি ইউপি জামাতের সেক্রেটারি আবুল হোসেন এবং মিঠাপুকুর ৩নং ওয়ার্ড জামাতের সভাপতি নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিএনপি ও জামাত শিবিরের আরও বেশ কয়েকজন কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মারুফ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রংপুরের প্রবেশপথগুলোতে ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া পোষাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় সার্বক্ষণিক জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোসহ বিভিন্ন এলাকায় পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে নগরীর সকল কার্যক্রম মনিটরিংও করা হচ্ছে বলে জানালেন ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ