সিরাজগঞ্জ প্রতিনিধি॥
মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানা ও সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডু, কয়ড়া ইউনিয়ন বিএনপির সদস্য আখতার হোসেন ও মোঃ আক্তার, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সদস্য মোকছেদ আলী ও শামছুল হক এবং সলঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য তোতা মিয়া। উল্লাপাড়া থানার ডিউটি অফিসার রুপসানা ও সলঙ্গা থানার ডিউটি অফিসার মোঃ শাহিন এদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কথিত নেতাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এদের সবাইকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।