ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
বুধবার ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের পাবরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ১১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী শুরু হয় সকাল ৯টায়।
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন পাবরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোঃ তোফাজ্জ্বল হোসেন। এসএমসির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ বার্ষিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হসাবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদেও সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম। সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন,পাবরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না আক্তার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনি যুগান্তরের ধামরাই প্রতিনিধি মোঃ শামীম খান,বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজউদ্দিন,উপজেরা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হানিফ,বালিয়া ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন ও সংরক্ষিত নারি আসনের সদস্য ফরিদা আক্তার প্রমুখ।