• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

রংপুরে খাদেম হত্যা মামলায় ৪জনের স্বাক্ষ্য গ্রহণ

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের কাউনিয়ায় জেএমবি কিলিং মিশনের হাতে নিহত চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা, পল্লী চিকিৎসক ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় গতকাল বুধবার সকালে ৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছে রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। রংপুর জজ আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, বুধবার সকালে কঠোর নিরাপত্তায় অভিযুক্ত জেএমবি সদস্য এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, তৌফিকুল ইসলাম, সাদাত ওরফে রতন, সরোয়ার হোসেন ওরফে সাবু ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিবসহ ১৩ জনকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক ৪জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। এরা হলেন এস আই আশিকুর রহমান, এস আই আব্দুল মালেক শাহ, এ এস আই আলাউদ্দিন ও এ এস আই মিজানুর রহমান। এনিয়ে ২৯ জনের সাক্ষ্য গ্রহন হয়েছে। উল্লেখ্য ২০১৫ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ১১টায় কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুবৃত্ত্বরা গলা কেটে হত্যা করে পল্লী চিকিৎসক রহমত আলীকে। এ ঘটনায় তার পুত্র অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার হওয়া কাউনিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুস ছাত্তারের পুত্র মোরশেদুল ইসলাম ও ভাতিজা শহিদুল ইসলামসহ অন্যাদের অব্যাহতি দেয় আদালত। রহমত আলীর বাড়িতে শাহ আবদুস সাত্তার নামে এক পীরের মাজার ছিলো। সেখানে প্রতি বছর ২১ নভেম্বর ওরশ হতো। রহমত আলী ওই মাজারটি দেখাশোনা করতেন। এর আগে গত বছর ২৩ আগষ্ট একই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। ১৬ আগষ্ট একই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। গত ১১ জুলাই রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কামরুজ্জামানের আদালতে ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিলেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ। এদের মধ্যে জেএমবি সদস্য বাইক হাসান ও সাদ্দাম হোসেন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বাকী ১২ জনের মধ্যে ৯ জঙ্গি গ্রেফতার হওয়ার পর কারাগারে রয়েছে। পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ ১২ ও ১৩ ফেব্রুয়ারী নির্ধারণ করেছে আদালত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ