চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। ” ইশারা ভাষা উন্নয়নে-এগিয়ে যাব প্রতিজনে” প্রতিপাদ্যের আলোকে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক তেীহিদুল ইসলাম। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৭ ফেব্রুয়ারি ২০১৮ এ দিনটি যথাযথ মর্যাদার সাথে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা ইশারা ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আবু হায়াত মোহম্মদ রহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ ডা. এস এফ এম খাইরুল আতাতুর্ক ও জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী ও প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আলোচনা সভার সভাপতি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম তার সুচনা বক্তব্যে বলেন, জেলার প্রায় ২৩ হাজার প্রতিবন্ধীর মধ্যে ১১ হাজার ৪ শত ১১ জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়। তিনি বলেন, প্রতিবন্ধীদের ইশারা ভাষা আমরা অনেকেই বুঝতে না পারার কারণে প্রতিবন্ধীরা সমস্যায় পড়ে। প্রতিবন্ধীদের ইশারা ভাষা যাতে আমরা সহজে বুঝতে পারি সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থার জন্য দপ্তরে আলোচনা হয়েছে। আশাকরি অতিশীঘ্রই এ প্রশিক্ষণের আয়োজন করতে পারবো।