ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভুঞাপুরে এস এস সি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস চক্রের ২ জন কে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। গতকাল সকালে উপজেলার বীরহাটি বেলতলায় একটি প্রাইভেট সেন্টার থেকে সকাল সাড়ে নয়টায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শরীফ আহমেদ গোপন সংবাদের ভিক্তিতে হানা দিয়ে রাসেল পারভেজ পিতা মোঃ সেকান্দর আলী, নামে এক প্রাইভেট শিক্ষক কে আটক করে। তার মোবাইলের ম্যাসেজ তল্লাসী করে ইসলাম ও নৈতীক শিক্ষা বৃহস্পতিবারের পরীক্ষার প্রশ্ন, খ সেট হুবহু পাওয়া যায়। এই ম্যাসেজ টি পাঠায় আরেক প্রাইভেট শিক্ষক মোঃ শহিদুল ইসলাম পিতা মোঃ সোহরাব তালুকদারের নাম্বার থেকে। উভয়ের গ্রামের বাড়ী উপজেলার বাগবাড়ী নামক গ্রামে। রাসেলের মোবাইলের সুত্র ধরে ভূঞাপুর থানা পুলিশ এস আই টিটুর নেতৃত্বে বাগবাড়ী গ্রাম থেকে শহিদুল ইসলামকে আটক করে। তার মোবাইল ম্যাসেজে ফাঁসকৃত প্রশ্ন আসে সকাল ৯ টা ৮ মিনিটে। এ ছাড়া শহিদুলের মোবাইলে গত পরীক্ষার গুলোর প্রশ্ন পাওয়া ও একাধিক ব্যক্তির কাছে এই ম্যাসেজ পাঠানো হয়েছে বলে জানায় ভূঞাপুর থানা পুলিশ। এ ব্যাপারে গোপালপুর সার্কেলের এ এস পি মাসুদুর রহমান জানান, আটকৃতদের কাছ থেকে প্রশ্ন পত্র ফাঁস চক্রের মূল হোতাদের সন্ধানে জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনে মামলা করা হবে।