টাঙ্গাইল প্রতিনিধি॥
বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর আশু রোগমুক্তি কামনায় বুধবার(৭ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল জেলা তাঁতী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা তাঁতীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কালাচাঁদ বসাক, সহ-সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান বিপ্লু, জেলা কমিটির কার্যকরি সদস্য আবু সাইদ, মো. ইসমাইল, টাঙ্গাইল পৌর তাঁতী লীগের সভাপতি মো. মোস্তফা মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মুন্সী হাসান ফাহাদ।