উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উল্লাপাড়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উল্লাপাড়া গ্রামের এস.এম. আব্দুল কুদ্দুসের জানাযা নামাজ বৃহস্পতিবার বেলার ১১ টায় স্থানীয় সরকারী আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এস.এম. আব্দুল কুদ্দুস গত মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত মারা যান(ইন্নালিল্লাহে ……… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়ে সহ বহু আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে লন্ডনে অবস্থান করার কারণে মরহুমের লাশ হিমাগারে রাখা হয়েছিল। বৃহস্পতিবার জানাযা নামাজ শেষে উল্লাপাড়া কবরস্থানে দাফণ করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, মীর শহিদুল ইসলাম পুন্নুসহ আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পবিরারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।