• বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা

আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
স্বামীর সাথে ঝগড়া করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়ায় গত বৃহস্পতিবার রাতে রোকেয়া জাহান রুকু (২১) নামে এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রুকু ওই গ্রামের কাদেরের ছেলে ইমনের (২৮) স্ত্রী ও একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে। মাত্র চার মাস পূর্বে তাঁর বিয়ে হয়। রুকুর পিতা জানান, বিকেলে তাঁর মেয়ের সাথে জামাইয়ের মনোমালিন্য হয়। রাত ৮টায় জামাইয়ের অনুপস্থিতিতে মেয়ে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘটনা টের পেয়ে দরজা ভেঙ্গে দ্রুত তাকে বের করা হলে মৃত পাওয়া যায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম জানান, পরিবার থেকে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মেয়ের পিতা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। লাশ রাতেই ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ