• শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

আজমতপুর সীমান্ত থেকে ৬টি পিস্তুল ও ১৩রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি

আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকার হুদমাপাড়া েেথকে ৬টি পিস্তুল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ আনারুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে ৫৯বিজিবি।আটককৃত আনারুল ইসলাম হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হাসনের েেছলে। েেস একজন অস্ত্র েেচারাকারবারী এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা থাকলেও েেস পলাতক ছিল বলে বিজিবি জানিয়েছে।শনিবার েেভাররাতে সাড়ে ৩টার দিকে ভারত েেথকে অস্ত্র আসছে এমন সংবাদের ভিত্তিতে ৫৯বিজিবি’র অধিনায়ক েেল. কর্ণেল েেমাঃ রাশেদ আলীর েেনতৃত্বে আনারুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার গরুর েেগায়াল ঘরের েেভতর েেথকে ২টি, শয়ন ঘর েেথকে ২টি এবং তার েেছলের ঘরের বিছানার নিচ েেথকে ২টি পিস্তুলসহ ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয় এবং আনারুল ইসলামেেক আটক করে  ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়।শনিবার সকাল ১০টায় েেপ্রসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। ভারত েেথকে অস্ত্র েেচারাচালান প্রসঙ্গে ৫৯বিজিবি’র অধিনায়ক েেল. কর্ণেল েেমাঃ রাশেদ আলী বলেন, সাম্প্রতিক সময় েেদশে অ¯িথতিশীলতা সৃষ্টির জন্য ভারত েেথকে েেচারাচালনের মাধ্যমে অস্ত্র আসার ঘটনা  বৃদ্ধি  পেয়েছে। বিষয়টি পতাকা ৈেবঠকে বিএসএফকে অনেকবার জানানো  হলেও দৃশ্যত তাদের েেকান সহায়তা লক্ষ করা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ