পাবনা জেলা প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার পাবনা শহরের দিলালপুর থেকে ঝটিকা বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের নেতৃত্বে মিছিলে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান হৃদয়, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ রানাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেয়। এসময় দণ্ডাদেশকে অন্যায় আখ্যায়িত করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিলকারীরা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আকরামুল হাসানেরও মুক্তির দাবি জানান।