রংপুর অফিস॥
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন ডাকঘরে মাস্টাররোলে পিয়ন পদে কর্মরত মলদার ক্যান্সারে আক্রান্ত আপেল মাহমুদ বাঁচতে চায়। এজন্য তিনিসহ তার পরিবারের সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য-সহযোগিতা চেয়েছেন। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের অধ্যক্ষ ডাঃ স্বপন কুমার নাথের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ স্বপন কুমার নাথের পরামর্শে ১৫ দিন পর পর আপেল মাহমুদকে থেরাপী দেয়া হচ্ছে। আপেল মাহমুদের পরিবারে বাবা, ১ স্ত্রী, ১ ছেলে ও ১টি কন্যা সন্তান রয়েছে। পরিবারের ভরণ-পোষণের একমাত্র উপার্জনকারী তিনি। তার চিকিৎসার জন্য ধার-দেনা করে পরিবারটি এখন ঋণগ্রস্ত। পরিবারটি অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। তার পরিবারের পক্ষে মলদার ক্যান্সারে আক্রান্ত আপেল মাহমুদের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসক জানিয়েছেন, আপেল মাহমুদের উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হবে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার প্রয়োজন। আপেল মাহমুদের বড় ভাই রেজাউল ইসলাম তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য-সহযোগিতা কামনা করেছেন। আপেল মাহমুদকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ হিসাব নং-৩৫৯৪, ইসলামী ব্যাংক, ধাপ শাখা, রংপুর। বিকাশ নম্বরঃ ০১৭২৯-৮৯৮১২৩।