টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার একটি সড়কে অভিযান চালিয়ে স্থানীয় ৪৫পিস ইয়াবা সহ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরের ছেলে মো. আল আমিনকে(২২) আটক করেছে র্যাব। শুক্রবার(৯ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপালপুর-মধুপুর সড়কের মধুপুরভট্ট গ্রামের জনৈক ইসমাইল হোসেনর বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। টাঙ্গাইলে কর্মরত র্যাব-১২’র সিপিসি-৩ এর কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, র্যাবের একটি দল গোপণে খবর পেয়ে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবা সহ মো. আল আমিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেটও জব্দ করা হয়। আটককৃত মো. আল আমিন গোপালপুর পৌর সভার ৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছা. হামিদা বেগম ও মধুপুর ভট্ট গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। মাদক দ্রব্য হেফাজতে রাখার অপরাধে আটককৃত মো. আল আমিনের বিরুদ্ধে র্যাবের ডিএডি মো. আব্দুর রশিদ(বিজেও-৭৭৪৪) বাদি হয়ে গোপালপুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।