টাঙ্গাইল প্রতিনিধি॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলান রায় প্রত্যাখ্যান ও বেগম জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে। শুক্রবার(৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করার শুরুতেই পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে।
এ সময় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।