বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট চিতলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত এবং নওয়া পাড়া পত্রিকার চিতলমারী প্রতিনিধি এস এস সাগরের পিতা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সেখ সুলতান আলী ইন্তেকাল করেছেন। রবিবার বেলা সোয়া ১১টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার সুরশাইল গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না …রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।মৃত্যুয়ান্তে তিনি ৬ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চিতলমারী এলাকার সব মহলে সুপরিচিতি হিসেবে সদালাপী মানুষটির মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর শত শত লোক তাকে শেষ বারের মত দেখতে তার সুরশাইল গ্রামের বাড়িতে উপস্থিত হন। এদিন এশা নামাজ বাদ নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।