এস.কে কামরুল হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি॥ সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে। যার দাম প্রায় ৭০ লাখ টাকা।
রোববার সকাল নয়টার সাতক্ষীরা ৩৮ বিজিবির হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের সাব পিলার ২/৩ এর ৭০ গজ বাংলাদেশি সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করে। গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর সেগুলো হীরার বলে নিশ্চিত হওয়া যায়। গহনাগুলোর মধ্যে রয়েছে ৯৭ পিচ আংটি, ২০ পিচ লকেট এবং ৫০ পিচ নাকফুল।
তিনি আরো বলেন, ‘চোরাকারবারিরা বিপুল পরিমাণ হীরার গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সেগুলো ফেলে পালিয়ে যায়। এসময় কোনো চোরাকারবারিকে বিজিবি আটক করতে পারেনি।