সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠণের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি চান মিয়া চানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরল ইসলাম পিন্টু, পোঘলদিঘা ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিপ্পন মিয়া, পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন প্রমুখ।