ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মামলার রায়ের প্রতিবাদে ভূঞাপুর থানা বিএনপি দুই গ্রুপে বিভক্ত হয়ে একই যায়গায় পর পর মানববন্ধন করে। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস। অপরাংশের সভাপতি এডভোকেট আব্দুল খালেক মন্ডল, সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তরফদার ভুট্টো প্রমুখ। মানববন্ধনে অবস্থান কালে বক্তারা বলেন যতদিন পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব।