• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার তিনযুগ পূর্তি উদযাপিত

আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার তিনযুগ পূর্তি উৎসব নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(১২ ফেব্রুয়ারি) সংস্থার জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম মেম্বার মো. সেলিম তরফদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, সাপ্তাহিক লোকধারার সম্পাদক এনামুল হক দীনা, টাঙ্গাইলের প্রথম দৈনিক মফস্বল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজীম মিল্টন, দৈনিক আলোকিত বাংলাদেশের টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দৈনিক বর্তমানের টাঙ্গাইল প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দৈনিক আমার সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, এবিনিউজ২৪.কমের টাঙ্গাইল প্রতিনিধি তারেক আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের দপ্তর সম্পাদক মাহমুদুল হক খান আরিফ, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ। পরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ