খাদিজা খন্দকার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন নিউজের টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজীম মিল্টনের মাতা তারটিয়া-ভাতকুড়া গ্রামের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এম এ রাজ্জাকের সহধর্মিনী খাদিজা খন্দকারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার (১৪ ফেব্রুয়ারি)।
এ উপলক্ষে টাঙ্গাইল তারটিয়া-ভাতকুড়া গ্রামে নিজ বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আত্মীয়, শুভাকাঙ্খী সহ সকলকে অংশ নেয়ার জন্য তার একমাত্র ছেলে খায়রুল আজীম মিল্টন অনুরোধ করেছেন।
উল্লেখ্য, মহীয়সী নারী খাদিজা খন্দকার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিগত ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। – টাঙ্গাইল প্রতিনিধি।