• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

রংপুরে কৃষিবিদ দিবস পালিত

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
কৃষিবিদ দিবস উপলক্ষে রংপুরে শোভাযাত্রা ও আলোাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা আঞ্চলিক বীজ প্রত্যয়ন এজেন্সি অফিস চত্বর থেকে শুরু হয়। পরে বিএডিসির সেচ ভবনে অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি কৃষিবিদ খন্দকার গোলাম ফারুক । পরে তার নেত্বত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় । উক্ত আলোচনা সভায় রংপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের  চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ,  জেলা সভাপতি  এডভোকেট ছাফিয়া খানম, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোঃ আলী আজম। এছাড়াও সভায়  রংপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইন্সটিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটসহ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদগণ শোভাযাত্রা  ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ