• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

রংপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর ও জেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সহ-সভাপতি হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল,  যুগ্ন সাধারণ স¤পাদক মির্জা বাবর বাবলু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ যাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় এই রায় দেয়া হয়েছে। অবিলম্বে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা প্রত্যাহার করে তাকে খালাস দিতে হবে। সেই সাথে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে মুক্তি দিতে হবে। না এর পরিনাম শুভ হবে না বলে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ