চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিমের বাবা বিশিষ্ট আমব্যাবসায়ী আলহাজ্ব মোঃ নূরুল হুদা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর বালিগ্রামের মৃত নূরুল হুদা মৃত্যুকালে তার ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বিকেল ৫ টায় মৃদ্ধাপাড়া গোরস্থানে জানাজা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে। জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুন্দীন মন্ডল,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন,পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।