পাবনা প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে পুলিশী বেষ্টনীর মধ্যে পাবনা জেলা বিএনপি কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, পৌর বিএনপির সভাপতি সাব্বির হাসান বাচ্চু, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু প্রমূখ। বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসাথে চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শিমুল বিশ্বাসের মুক্তির দাবি করেন তারা। এসময় বিএনপি কার্যালয়ের আশেপাশে পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।