পাবনা প্রতিনিধি॥
পাবনায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা।
বুধবার সকালে স্থানীয় পুলিশ লাইনস মাঠে এ মেলার উদ্ধোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে মেলা উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। সপ্তাহব্যাপি এ মেলায় দশীয় পণ্যর অর্ধশতাধীক স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের আগে মেলা উপলক্ষ্যে জেলা প্রাশসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসএমই পণ্য মেলা আগামী ২০ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে।