রংপুর অফিস॥
বিশ্ব ভালবাসা দিবসে এক প্রেমিকের জন্য বিষ পানে প্রাণ দিল দুই বোন। এদের স¤পর্ক মামাতো ও ফুফাতো বোন। কিন্তু দুই বোনেরই প্রেমিক একজন। এ নিয়ে তাদের মধ্যে মনোমানিল্য আর ঝগড়া-বিবাদ। অবশেষে দুই বোনের বিষপানে আত্মহত্যা। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের শেখপাড়া গ্রামে।
পারিবিারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতরা ওই এলাকার মঞ্জুর হোসেন লিটনের মেয়ে লুৎফর নাহার লতা (১৪) ও আলমগীর হোসেনের মেয়ে সাদিয়া জান্নাত অর্নী (১৪)। লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও সাদিয়া জান্নাত অর্নী দর্শনা স্কুলের নবম শ্রেণির ছাত্রী। রংপুর নগরীর দর্শনা বছিরন নেছা স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী লতার সাথে একই এলাকার আনসার আলীর পুত্র মুসলিম এইড কারিগরি স্কুলের ডিপ্লোমায় অধ্যায়নরত ছাত্র মেরাজুলের ৩ বছর থেকে প্রেম চলে আসছিল। কিন্তু সম্প্রতি দুইজনের মধ্যে স¤পর্কের অবনতি হয়। এর এক পর্যায়ে লতার ফুফাতো বোন আলমগীর আলীর কন্যা নাজির দিগর স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী অন্নির সাথে প্রেম জমে উঠে মেরাজুলের। এ নিয়ে দুই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে দুই বোনকেই শাসন করে। দুজনেই প্রেমিক মেরাজুলের উদ্দেশে দুটি প্রেমপত্র লিখে । এরপর মঙ্গলবার সকালে লতা ও অন্নি দুই বোনই মনের দুঃখে বিষপান করে। বিষয়টি অভিভাবকরা জানতে পেরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে বুধবার সকালে লতা এবং বুধবার ভোরে অন্নির মৃত্যু হয়। বর্তমানে দুই বোনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, দুই বোনের প্রেমিক মেরাজুল তাদের মৃত্যুর সংবাদ শুনেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে। ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কোতয়ালী থানার ওসি বাবুল মিঞা জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।