• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরিষাবাড়ীতে বিএনপির গনস্বাক্ষর কর্মসূচী পালিত

আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির দাবি জানিয়েছে সরিষাবাড়ী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শনিবার সকালে দলীয় কার্যালয়ে গনস্বাক্ষর কর্মসূচীতে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সরিষাবাড়ী বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গনস্বাক্ষর কর্মসূচীতে তারা এ দাবি জানান। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানি লেকু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি চান মিয়া চানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরল ইসলাম পিন্টু, পোঘলদিঘা ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিপ্পন মিয়া, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর ছাত্র দলের সভাপতি সদ্য কারা মুক্তি সোহেল রানা, সাধারন সম্পাদক আরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ