রংপুর প্রতনিধি॥
দশেরে অনগ্রসর নগরী হলওে চকিৎিসা শাস্ত্রে পড়াশুনা করতে রংপুরকইে বছেে নয়িছেনে নপোলরে সইেঞ্জা প্রদশেরে শক্ষর্িাথী কষেব রোকা। প্রায় পাচঁ বছর ধরে তনিি রংপুররে প্রাইম মডেকিলে কলজেে পড়াশুনা করছনে। এই স্বল্প সময়রে মধ্যইে এই নগরীর সাঙ্গে তার গড়ে উঠছেে হৃদ্যতা। আপন করে নয়িছেনে এখানকার মানুষজন, ভাষা ও সংস্কৃতকি।ে কষেব রোকা বলনে, বাংলাদশে আমার পছন্দরে জায়গা। এ দশেরে পড়াশোনার পরবিশে সুন্দর। বশিষে করে মডেকিলে সায়ন্সেে পড়াশুনার মান অত্যন্ত ভালো। সইে সাথে খরচও অনকে কম। তাই এখানে পড়তে এসছে।ি তনিি আরো বলনে, এখানকার শক্ষিকরা বন্ধুভাবাপন্ন এবং মানুষজন অত্যন্ত অতথিি পরায়ণ। শক্ষর্িাথীরা সহজইে একে অন্যরে সাথে মশিতে পারনে। তাই কলজেরে পরবিশেরে সাথে খাপ খাওয়াতে বশেি সমস্যায় পড়তে হয় না। দশেরে অন্যান্য অঞ্চলরে মডেকিলে কলজেগুলোতে র্ভতি না হয়ে রংপুরে কনে র্ভতি হয়ছেনে, এমন প্রশ্নরে উত্তরে তনিি বলনে, বশিষে করে দশেরে সঙ্গে যাতায়াতরে সুবধিার কারণে রংপুরে থাকা। তাছাড়া এখানকার জলবায়ু, জীবনাচরণ, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসে অনকে মলি রয়ছে।ে তনিি বলনে, এখানে থাকতে থাকতে এখানকার ভাষা ও সংস্কৃতরি সঙ্গে মশিে গয়িছে।ি বশেি ভাগ সময়ইে বাংলা ভাষায় কথা বলছ।ি আমাকে দখেে বাংলাদশেইি মনে হয়। অনকেইে আমাকে বদিশেী মনে করে না।
কষেব রোকা’র মত অনকে নপোলি ছাত্রই প্রতবিছর রংপুরে আসে উচ্চশক্ষিার জন্য। শুধু নপোলইি নয়, ভারত, পাকস্তিান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানস্তিানসহ বভিন্নি দশে থকেে মডেকিলে সায়ন্সেে উচ্চ শক্ষিা নতিে প্রতি বছর রংপুরে আসনে শত শত শক্ষর্িাথী। চলতি বছরওে রংপুর প্রাইম মডেকিলে কলজে, কমউিনটিি মডেকিলে কলজেসহ অন্যান্য ব-েসরকারি মডেকিলে কলজেগেুলোতে কয়কেশত বদিশেী শক্ষর্িাথী র্ভতরি জন্য আবদেন করছেনে। শক্ষর্িাথীরা জানয়িছেনে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অন্যান্য দশেরে তুলনায় কম খরচ, মানসম্পন্ন শক্ষিা এবং জীবনযাত্রার ব্যয় কম হওয়ার কারণইে তারা রংপুরে আসছনে।
ভারতরে কাশ্মীর অঞ্চল থকেে রংপুরে পড়তে এসছেনে আসমে আবু বকর, ওমর সালামসহ বশে কয়কেজন। কথা হয় তাদরে সাথ।ে তারা রংপুর প্রাইম মডেকিলে কলজেরে শষে র্বষরে শক্ষর্িাথী। বাংলাদশেে কনে পড়তে এসছেনে এমন প্রশ্নরে উত্তরে তারা বলনে, ভারতরে মডেকিলে কলজেগুলোর চয়েে বাংলাদশেরে মডেকিলে কলজেরে টউিশন ফি অনকে কম এবং পড়াশুনার মান অনকে ভালো। তাই এখানে পড়তে এসছে।ি এখানে পড়তে বশে ভালোই লাগ।ে শক্ষিক ও ফজিশিয়িানরা যথষ্টে সময় দয়িে পড়ান। তাছারা এদশেরে অন্য শক্ষর্িাথীদরে সঙ্গে সহজে মশিতে পারা যায়। তারা সকল কাজে আন্তরকিতার সহযোগতিা করনে। অনকেইে ভারত থকেে বাংলাদশেে পড়তে আসনে। এখানে কলজেরে দওেয়া খাবাররে মান অনুন্নত উল্লখে করে তারা বলনে, এখানে খাবার বষিয়ে কছিু সমস্যা রয়ছে।ে কলজে ক্যান্টনিরে খাবার বশেভিাগ সময়ইে খাওয়ার অযোগ্য। নোংরা পরবিশেসহ খাবাররে স্বাদ পাওয়া যায় না। বশেভিাগ সময় বাহরিে খতেে হয়। এছাড়া কলজেরে একাডমেকি সস্টিমেওে কছিু সমস্যা রয়ছে।ে একই কথা বলনে ভারতরে আসাম থকেে আসা নজমুল হক, নপোলরে কাঠমুন্ড থকেে আসা অনুসহ কলজেরে অন্যান্য বদিশেী শক্ষর্িাথীরা।
মালদ্বীপ থকেে পড়তে আসা রংপুর কমউিনটিি মডেকিলে কলজেরে চর্তুথ র্বষরে শক্ষর্িাথী মরয়িম সাজনা ও আমনোত নাজদা বলনে, আমাদরে দশেে কোনো মডেকিলে কলজে নইে। তাই মডেকিলে সায়ন্সেে পড়তে বাংলাদশেে এসছে।ি এশয়িার অন্যান্য দশে ছড়েে বাংলাদশেে কনে এসছেনে, এমন প্রশ্নরে জবাবে তারা বলনে, এদশেরে মডেকিলে সায়ন্সেে পড়াশুনার মান অত্যন্ত ভালো। সইে সাথে খরচও অনকে কম। এছাড়া অন্যান্য দশেরে তুলনায় বাংলাদশেে আসা সহজ হয়। র্সাকভুক্ত রাষ্ট্ররে জন্য কোটা আছ।ে আর কলজেে র্ভতি হতে তমেন একটা জটলিতা নইে। তাই এদশেে পড়তে এসছে।ি তারা আরো বলনে, এর আগওে আমাদরে দশে থকেে বাংলাদশেে মডেকিলে সাইন্সে পড়াশুনা করতে অনকেে এসছেনে। তারা দশেে ফরিে গয়িে অনকে ভালো ভালো জায়গায় চাকরি করছনে। এদশেরে নরিাপত্তা ব্যবস্থা অনকে ভালো উল্লখে করে তারা বলনে, এখানে স্বাধীনভাবে সব জায়গায় চলাফরো করা যায়। কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। এদশেরে মানুষরে ব্যবহার অত্যন্ত ভালো। দশেে ফরিে গলেে এদশেরে মানুষকে অনকে মসি করবো। এ কলজেে নপোল থকেে পড়তে আসা আসমতিা, ভারত থকেে আসা শহদিুল হক ও বদ্যিা রানীসহ বশে কয়কেজন শক্ষর্িাথী বলনে, বাংলাদশেে শক্ষিা ক্ষত্রেে প্রযুক্তি তুলনামূলকভাবে অনগ্রসর। বশিষে করে মডেকিলে সায়ন্সে ক্ষত্রেে এদশেরে প্রযুুক্তি অনকে খানি পছিয়িে রয়ছে।ে এখানে শক্ষিক ও ফজিশিয়িানরা যথষ্টে সময় দয়িে পড়ান এবং প্রাকটকিলেি সবকছিু বুঝয়িে দনে ঠকিই। তবে আধুনকি চকিৎিসা শাস্ত্রে পড়াশুনার জন্য আধুনকি যন্ত্রপাতি প্রয়োজন। কন্তিু এখানে সগেুলোর যথষ্টে অভাব রয়ছে।ে
ভুটানরে দাগানা অঞ্চল থকেে পড়তে আসা শর্ক্ষিথী ফুরবা বানচু বলনে, এখানকার পড়াশোনার পরবিশে ভাল। বাইররে অনকে ছাত্ররে সাথে আমি বন্ধুত্ব করছে।ি তাদরে অধকিাংশই এসছেে ভারত ও নপোল থকে।ে দূরর্বতী দশেগুলো থকেে আসা বন্ধুদরে সাথে পড়াশোনা আমাকে বহর্মিুখী ও আত্মবশ্বিাসী বানয়িছে”ে। এখানরে ভাষা নয়িে কোনো সমস্যা হয় কি না এমন প্রশ্নে জবাবে তনিি বলনে, প্রথমে এ দশেে আসার পর একটু একটু সমস্যা পড়তে হয়ছে।ে তবে ধীরে ধীরে ভাষা শখিে গছে।ি এখন আর সমস্যা হয় না।
সংশ্লষ্টি সূত্রে জানা যায়, বাংলাদশেরে ব-েসরকারি মডেকিলে কলজে স্থাপন ও পরচিালনা নীতমিালা অনুসারে প্রতটিি প্রতষ্ঠিানই মোট আসনরে র্সবােচ্চ ৫০ শতাংশ বদিশেি শক্ষর্িাথী র্ভতি হতে পার।ে এক্ষত্রেে প্রতি বদিশেি শক্ষর্িাথীর কাছ থকেে প্রতষ্ঠিান ভদেে ৩০ হাজার থকেে ৫০ হাজার ডলার ফি আদায় করা হয় পাঁচ বছররে জন্য।
শক্ষিাবদি ডক্টর তুহনি ওয়াদুদ বলছেনে, বশ্বিবদ্যিালয়গুলোতে বশিষেত ব-েসরকারি বশ্বিবদ্যিালয়ে বদিশেি শক্ষর্িাথীর উপস্থতিি বাড়াতে পারলে তা দশেরে র্অথনীতরি জন্য লাভজনক হতে পার।ে কারণ দশেরে ব-েসরকারি বশ্বিবদ্যিালয়গুলোতে প্রতবিছরই ব্যাপক সংখ্যায় আসন ফাঁকা থাকছ।ে আসন থাকা সত্ত্বওে র্আথকি সমস্যার কারণে অনকে শক্ষর্িাথী ব-েসরকারি বশ্বিবদ্যিালয়ে র্ভতি হতে পারে না। এই শূন্য আসনগুলোতে বদিশেি শক্ষর্িাথী র্ভতি করা গলেে তা র্অথনীতরি জন্য লাভজনক বলইে ববিচেতি হব।ে দশেে বাড়বে বদৈশেকি মুদ্রার প্রবাহ।