টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে চারটি দোকান ভষ্মীভূত হয়েছে। শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত আটটার দিকে বাজারের মঞ্জুরুল ইসলাম খানের মুদির দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের আব্দুল করিম মিয়ার মুদির দোকান, আরিফ খানের চাল-ভুসি এবং আব্দুর রাজ্জাক খানের লেপ-তোশকের দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দোকান চারটি ভষ্মিভূত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দোকান মালিকরা দাবি করেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার মহিদুর রহমান অগ্নিকান্ডের সঠিক কারণ জানাতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে এলাকাবাসী ধারণা করছেন।