টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের গোপালপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাপিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা সদরের হোমল্যন্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পৃথক দুটি ক্যাটাগরিতে স্থানীয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫জন শিক্ষার্থী ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। পাপিয়া স্মৃতি সংসদ গোপালপুর শাখার সভাপতি মো. আজমল খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. সেলিম তরফদার, সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান(রাসেল), পাপিয়া স্মৃতি সংসদ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, দৈনিক যুগান্তরের গোপালপুর প্রতিনিধি মো. সেলিম, দৈনিক আমার সংবাদ পত্রিকার গোপালপুর প্রতিনিধি মো. সোহেল রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানিজ ফাতেমা রুমি প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।