বাগেরহাট প্রতিনিধি॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র ও বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলালউদ্দিন বলেছেন, দেশে মাদকের ভয়াবতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে কেহ মাদক সেবন ও মাদক বেচাকেনার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে দেশে প্রজন্মের পর প্রজন্ম মেধাশূন্য থেকে যাবে, ওই মেধাশূন্য প্রজন্ম জাতির অভিশাপ হিসেবে দেখা দেবে। শনিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সন্তোষপুর ইউনিয়নের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপিহেলাল আরও বলেন, এবছই বাগেরহাট জেলায় ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। এজন্য পল্লী বিদ্যুঃ সমিতি দিনরাত কাজ করছে। সন্তোষপুর ইউপি চেয়ারম্যান শামিয়া রহমান বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃর্বন্দ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বক্বব্য রাখেন। সন্তোষপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে শেষ ধাপে পল্লী বিদ্যুৎ সমিতি ৬টি গ্রামের ৯শত ৬৬ জন গ্রাহকের বাড়ী-বাড়ী বিদ্যুৎ পৌঁছে ব্যায় হয়েছে ৩ কোটি ১১ লাখ টাকা। কচুড়িয়া, চরকচুড়িয়া, বটতলা, বারাশিয়া, আড়–য়াবর্নি ও কালশিরা এই ৬টি গ্রামের প্রতিটি বাড়ীতে বিদ্যুৎ পৌছে দেয়ার মাধ্যমে ষন্তোষপুর ইউনিয়ন শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসলো।বিকালে এমপি হেলাল চিতলমারী উপজেলা অডিটরিয়ামে তার নামে প্রতিষ্ঠিত ‘শেখ হেলালউদ্দিন ফাইন্ডেশন’ থেকে জেএসসি, পিএসসি, এসএসসি ও এইচএসসি উত্তির্ন ২৫০জন মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৫ হাজার টাকা প্রদান করেন। একই অনুষ্ঠানে মধুমতি নদী ভাঙ্গনের স্বীকার দরিদ্র ২২টি পরিবারের প্রতিজনকে ১০ হাজার টাকা ও এমপির ঐচ্ছিক বহবিল থেকে হতদরিদ্র ২০জনকে ৫ হাজার টাকা করে প্রদান করেন।