বাগেরহাট সংবাদদাতা॥
ফকিরহাটের পাগলা নাথ পাড়া এলাকায় আশিওর্দ্ধো বৃদ্ধার ঘর ঘেঙ্গে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মা ও মেয়েকে গুরুতর জখম করেছে দূর্বিত্ত্বরা। শনিবার সকালে তাদের ঘটনাস্থল থেকে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জরুরি বিভাগের ডাক্তার মোঃ তারিফ জানান, সদর ইউপির পাগলা এলাকার শুধির দেবনাথের স্ত্রী কাঞ্চন দেবনাথ(৮০) ও তার কন্যা ঊষারানি দেবনাথ (৫০) মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীভর্তি আছে। উভয়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন । ভুক্তভোগী উশা দেবনাথের ছেলে দয়াল দেবনাথ জানান, উক্ত দিন সকালে মা ও দিদিমা কে একলা বাড়ি পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে পার্শবতী অমল দেবনাথ ও তার ছেলে অমিত দেবনাথ। এসময় তারা প্রাণ ভয়ে ঘরে আশ্রয় নিলে ঘর ভেঙ্গে প্রবেশ করে শাবল দিয়ে তাদের বেধরক মারপিট করে। এসময় বৃদ্ধা কাঞ্চন দেবনাথের ছেলে ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। বিষটি সম্পর্কে প্রতিপক্ষ অমিত দেবনাথের কাছে জানতে মুঠো ফোন কল করে তাকে পাওয়া যায়নি। ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান এবং থানা পুলিশকে প্রাথমিক ভাবে অবহিত করেন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্য আবু জাহিদ শেখ বলেন, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।